শিরোনাম

লক্ষ্মীপুরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে: পুলিশ

মো: ওসমান গনী, লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর লরেন্স গ্রামের নিহতের স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার চর লরেন্স এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় শারমিন আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী সুমন হোসেন ও শশুরসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এদিকে শারমিনের পরিবারের দাবি নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে শারমিনকে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্বহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে। তাছাড়া মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন :