লক্ষ্মীপুর প্রতিনিধি :
করোনা সংক্রমন ঠেকাতে বিভিন্ন সামাজিক সহায়তায় অনেকে ব্যক্তিগতভাবে এগিয়েও আসছে। এবার সংকটময় পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন হত দরিদ্র এক হাজার পরিবারকে খাদ্য ও স্যানিটাইজার সামগ্রী।
বর্তমান পরিস্থিতিতে এক হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ টি সাবান, ১ কেজি তেল, স্যানিটাজার ও মাক্স বিতরণ করছেন তিনি।
এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, এই সময়ে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সহায়তা করা, আমি আমার দায়িত্ব পালন করছি। সবাইকে অনুরোধ করবো নিজেদের যত্ন নিতে এবং বাড়িতেই নিরাপদে থাকতে।
নিউজটি শেয়ার করুন :