শিরোনাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

 

(লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পানিতে ডুবে রহিমা (৬) ও নুহা (৫) নামের দুই শিশু শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বেলা ১২ টার দিকে জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের করিম পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

তারা দুজন দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। স্বজনরা জানায়, রহিমা ও নুহা দুজনে বাড়ীতে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় অনেক খোঁজাখুজির পর বাড়ীর পুকুরে লাশ ভাসতে দেখে।
রহিমা পাটওয়ারী বাড়ীর সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ীর আলাউদ্দিনের মেয়ে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়েছি পানিতে ডুবে দুই শিশু শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিউজটি শেয়ার করুন :