লক্ষ্মীপুর, প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিদ্দিক উল্যা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ (২০ এপ্রিল) সোমবার সন্ধ্যায় উপজেলার চর লরেঞ্জ ইউনিয়নের উত্তর গ্রামে সাগল ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির মৃত আব্দুল রশিদের ছেলে।
চর লরেঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম আহসান উল্যা হিরন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শীর্ষ সংবাদকে বলেন, মাগরিবের নামাজ পড়ে নিজের ঘরের বাহিরের বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় ভুল বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিদ্দিক উল্যা গুরুত্বর আহত হন। পরে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
নিউজটি শেয়ার করুন :