ওসমান গণি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নাহিম (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
নিহত নাইম সদর উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
লক্ষ্মীপুর সদর উপজেলার সূতার গোপ্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু নাইম, মাহি ও সাগর মোটর সাইকেল যোগে মতিরহাট ঘুরতে যাচ্ছিলেন। এসময় সূতার গোপ্টা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা সিএনজি চালিত অট্রোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম ঘটনাস্থলে নিহত হয় এবং ওপর দুই বন্ধু মাহি, সাগর গুরুতর আহত হয়।
এছাড়াও সিএনজি যাত্রী রাসেল আহত হয়। গুরুতর অবস্থায় আহত মাহিকে ঢাকায় প্রেরন করা হয়, বাকি আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মিয়া বলেন, আমরা শুনেছি সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।