শিরোনাম

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেব নাথকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামীর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। রায়ের সময় আদালতেই উপস্থিত ছিলো আসামী বাদল।

দণ্ডপ্রাপ্ত স্বামী বাদল দেব নাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথ ছেলে। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র ও পাবলিক প্রসিউকিউটর জানায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেব নাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত স্বামীকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১লা সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানী ও ৬জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণে স্বামী বাদল দেব নাথ দোষী প্রামানীত হওয়ায় আদালত এ রায় প্রদান কবরেন।

নিউজটি শেয়ার করুন :