শিরোনাম

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা চাপায় আমিন উল্যার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নুরুল আবছার।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘাতক লেগুনা চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

নিহত ব্যবসায়ী আমিন উল্যার (৫৫) হাজীর হাট বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী ও চর বাদাম ইউনিয়নের চরসিতা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরাা জানান, নিহত ব্যবসায়ী দুপুরে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে হাজীরহাট বাজার এলাকায় আসছিলেন । হঠাৎ রামগতি থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, নিহত ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। লেগুনাটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার অভিযোগ না করায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন :