শিরোনাম

লক্ষ্মীপুরে হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩

 

ওসমান গণি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়নে এক যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ভাইকে ও স্কুল শিক্ষিকা শিরিনকে মারধর করা হয়। গত ৩ নভেম্বর রবিবার রাত ৯ টায় আবির নগর গ্রামের হারুন মুড়ির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো: তফসির (২৮), তার ভাই তারেকুল ইসলাম (৩০), স্কুল শিক্ষিকা শিরিন আক্তার। এদের মধ্যে তফসির ও তারেক লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে হানিফ মুড়ির বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আবু সায়েদ, জাহাঙ্গীর, রিয়াজ, হৃদয়, রাছেল, মুক্তা, রুবি, রোশন, ফারজানা ও কুলসুমের নেতৃত্বে যুবলীগ নেতার চাচাতো ভাইয়ের উপর হামলা করা হয়। ঘটনার সময় যুবলীগ নেতা তফসির বাঁধা দিলে তাকের ও তার পরিবারের লোকজনের উপর অর্তকিত হামলা চালায় তারা।

এতে তফসির, তার স্ত্রী শিরিন ও তারেক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে চিকিৎসা নিতে আসলে পূণরায় সদর হাসপাতালের জরুরী বিভাগে হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানায়, বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :