লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর ও রামগন্জ উপজেলার সীমান্তবর্তী পানপাড়ায় পরিচালিত “Helping Hand Bangladesh ” বাংলাদেশ কর্তৃক দুস্ত ও কর্মহীন ৮’শ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) পানপাড়া বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসুচী পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে Helping Hand Bangladesh এর উপদেষ্টা ও রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান মাসুদ (স্নিগ্ধা)। হেল্পিং হ্যান্ড বাংলাদেশ এর দ্বিতীয় বারের মতো খাদ্যসামগ্রী বিতরণ হয়।
উল্লেখ্য- করোনা ভাইরাস সংকটে সংগঠনটি ইতোপূর্বে সাতক্ষীরা, পিরোজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১২০০ লোকের মধ্যে খাদ্য দব্য বিতরণ, অনলাইন স্বাস্থ্য সেবা , করোনা ভাইরাসের সতর্কতামূলক লিফলেট, মাইকিং , রাস্তাঘাট স্প্রে করা, মুসললিদের হাত ধোয়ার জন্য মসজিদে মসজিদে সাবান বিতরণ, মৃত করোনা রোগীর গোসল ও দাফন, মাইয়াতের কাফনের কাপড় সরবরাহ করা হয়।