শিরোনাম

লক্ষ্মীপুর কমলনগর গরীবের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ

 

মুহাম্মদ আমানত উল্লাহ, রামগতি-কমলনগর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নটি ছিল এক সময়ের অবহেলিত একটি ইউনিয়ন।শিক্ষা, সাস্হ্য, যোগাযোগ, গ্রামীন অবকাঠামোর অবস্থা ছিল খুবই নাজুক।অন্যদিকে রাজনৈতিক ভাবে এ ইউনিয়নে কয়েকটি  প্রভাবশালী পরিবার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এ এলাকার জনগনকে গোলামের মত ব্যবহার করেছে।নির্যাতিত নিপিড়ীত অধিকারহারা মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিলনা।

দ্বীর্গ সময়ের পর ২০১৬ সালে চরকাদিরার মানুষ নির্বাচিত করলেন দেশবরেণ্য বুযুর্গ আলেমেদীন,চরকাদিরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা হযরত হাফিজ্জী হুজুর (রহঃ)এর জামাতা ও খলিফা,  আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগরকে।যিনি জনগনের সব ধরনের আমানত রক্ষা করেছেন। সুদ-ঘুষ-দুর্নীতি-দুঃশাসন-অন্যায়-অবিচার ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী আলেম। জনগনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অন্যায়ের কাছে কখনোই মাথানত করেনি।

অবৈধ সুবিধা নিতে প্রশাসনিক বা আমলাতান্রীক বিভিন্ন চাপকে পরোওয়া না করে প্রমান করলেন একজন চেয়ারম্যান চাইলে দুর্নীতি ছাড়াও কাজ করা যায়। তার শাসন আমলকে চরকাদিরার মানুষ যুগযুগ ধরে শ্রদ্ধার সাথে স্বরণ করবে।করোনা ভাইরাসের সময় সরকারের দেওয়া ত্রান সামগ্রী প্রাপ্য ব্যাক্তিদের ঘরে ঘরে পৌছে দেওয়া-বয়স্কভাতা-বিধবাভাতা-মাতৃত্বকালীন ভাতা-ভিজিডি-ভিজিএফ প্রতিবন্দ্বী ভাতা-৪০ দিনের কর্মসুছি ও এলজিএসপি সহ গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনের আওতায়ী সকল প্রকল্প, প্রাপ্য লোকদের মাঝে সরকারী ঘর বিতরন,নতুন নতুন কাঁচা সড়ক নির্মান,পুরানা সড়ক সংস্কার, বড় বড় কয়েকটি ব্রীজ পুল কালভার্ড নির্মাণ।

চরকাদিরার আর্থ সামাজিক উন্নয়ন ও জনগনের সত্যকারের স্হানীয় সরকার প্রতিষ্ঠার এক অনন্য নজির স্হাপন করলেন গরীবের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর। চরকাদিরা ইউনিয়নে কোন ধরনের দ্বন্দ সংঘাত হানাহানী নেই।মানুষ তাদের আত্নসম্মান নিয়ে বসবাস করে যাচ্ছে।ছোট বড় ধনী গরীব সবাই সমান ভাবে বসবাস করছেন।তবে একশ্রেণির দুর্নীতিবাজদের নিকট এই চেয়ারম্যান একটা আতংকের নাম।সরকারী সম্পদ লুন্ঠনকারী, সন্রাস দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজরা আল্লামা খালেদ সাইফুল্লাহর নিকট কোন প্রকার স্হান না পেয়ে সমালোচন করে বেড়ালেও জনগন তাদের কে কোন ভাবেই বিশ্বাস করছেনা।

অন্যদিকে অসাধু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যানের নিকট অবৈধ সুবিধা হাসিল করতে ব্যর্থ হয়েছেন।সব মিলিয়ে গরীবের চেয়ারম্যান হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের নিকট আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগরের শাসন আমলকে এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্বরণ করবে সব সময়।চরকাদিরা ইউনিয়নের সর্বস্তরের জনগন বর্তমান চেয়ারম্যান হুজুর কে একজন সৎ ও ন্যায় পরায়ন আলেম চেয়ারম্যান  হিসেবে শতভাগ বিশ্বাস করেন।আল্লামা খালেদ সাইফুল্লাহ চরকাদিরা ইউনিয়নকে সম্পুর্ন  দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করেছেন।তার শাসন আমলে এখন পর্যন্ত কোন মানুষ কোন প্রকার হয়রানীর শিকার হননি।

সকল উন্নয়নমুলক কাজ শতভাগ সঠিক ভাবেই হচ্ছে।চরকাদিরার ইতিহাসে কখনই এমন আল্লাহ ওয়ালা চেয়ারম্যান এ এলাকার মানুষ পায়নি।আওয়ামীলীগ বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশের ও জাসদ সহ সকল দল সামাজিক গন্যমান্য ব্যক্তিদের নিয়েই তিনি চরকাদিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন।চলবে…….

নিউজটি শেয়ার করুন :