শিরোনাম

লক্ষ্মীপুর গ্রীণ লিফ সিএনজি গ্যাস পাম্পে চালকদের গ্যাস নিতে নানা ভোগান্তির স্বীকার হচ্ছে

চালকরা বলেন, এই ব্যাপারে প্রতিবাদ করতে গেলে কর্মচারীরা চালকদের লাঞ্চিত করে, সিরিয়াল থেকে গাড়ি বের করে দেয়।

মো: ওসমান গনি, লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার একমাত্র সিএনজি গ্যাস পাম্প অবস্থিত লক্ষ্মীপুর পৌরসভার আঁটিয়াতলিতে। বৃহত্তম লক্ষ্মীপুর জেলায় ৫ টি উপজেলায় অনুমোদিত সিএনজি গ্যাস পাম্প মাত্র ২ টি। একটি লক্ষ্মীপুর সদরে অন্যটি চন্দ্রগঞ্জ উপজেলায় অবস্থিত। ২ টি সিএনজি গ্যাস পাম্প থেকে সমগ্র লক্ষ্মীপুর জেলার সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হয়।

আর এজন্য প্রচুর পরিমাণে ভিড় জমে যায় বিভিন্ন গাড়ির। এতে অনেক ভোগান্তিতে পড়ে চালকরা, লক্ষ্মীপুর পৌরসভায় অবস্থিত গ্রীণ লিফ সিএনজি গ্যাস পাম্পের বিরুদ্ধে নানান রকম অভিযোগ পাওয়া গেছে। সি এন জি অটোরিকশা চালকদের সাথে কথা বলে জানা যায়। নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখার কথা থাকলেও পাম্পের অসাধু কর্মচারীরা নানা অযুহাত দেখিয়ে গ্যাস দেওয়া বন্ধ রাখে।

এতে সকল ধরনের গাড়ির দির্ঘ সিরিয়াল হয়ে যায়, আর এই সুযোগে তারা টাকা নিয়ে সিরিয়াল ছাড়া গাড়িতে গ্যাস সরবরাহ করে সাধারণ চালকদের ভোগান্তিতে ফেলে। চালকরা বলেন, এই ব্যাপারে প্রতিবাদ করতে গেলে কর্মচারীরা চালকদের লাঞ্চিত করে, সিরিয়াল থেকে গাড়ি বের করে দেয়। চালকদের দাবি অনেক বছর যাবত তারা এই সমস্যা নিয়ে গ্যাস নিতে হচ্ছে। তারা এই ব্যাপারে উক্ত পাম্পের মালিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করে।

নিউজটি শেয়ার করুন :