শিরোনাম

লক্ষ্মীপুর মহাসড়কে চলছে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক

 

মো: ওসমান গনি, লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা সদরে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করছে।
মহাসড়কে ধাপিয়ে বেড়ানো ইজিবাইকের কারণে ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। সদর উপজেলায়
চলাচল করা ব্যাটারি চালিত ইজি বাইকের কারণে
শহরের বিভিন্ন যায়গায় যানযট তৈরি হচ্ছে।

বৈধতা না থাকলেও কোন একটি মহলের সহযোগিতায় এই ইজিবাইক গুলো বেশ ধাপিয়ে বেড়াচ্ছে শহরের প্রতিটি অলিগলি ও মহাসড়কে। মহাসড়ক থেকে ইজিবাইক সরিয়ে নেয়ার ঘোষণা প্রশাসন কয়েকবার দিলেও তা কার্যকর হয়নি। ব্যাটারি চালিত ইজিবাইকের চালক বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক এবং অদক্ষ, যে কারণে অহরহ দূর্ঘটনা ঘটছে।

লাইসেন্স বিহীন চালক ও বৈধতা ছাড়া গাড়িতে ছেয়ে গেছে লক্ষ্মীপুর উপজেলা। প্রশাসনের কড়া নজরদারি বাড়ালেই হয়তো এসব অবৈধ গাড়ি গুলি মহাসড়ক থেকে তুলে দেয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন :