শিরোনাম

লক্ষ্মীপুর রায়পুরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন 

 

মো: ওছমান গনী, লক্ষিপুর সদর থানা প্রতিনিধি:  রোববার বেলা সাড়ে ১১ টার দিকে রায়পুরের চরবংশী মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে ও শাহজাহান নামে (৪২) এক কৃষক মারা গেছেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া বলেন, কৃষক শাহজাহান প্রতিদিনের মতো কৃষিকাজের জন্য মাঠে যান। বৃষ্টিতে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান তিনি।

শাহজাহানের স্ত্রী সালেহা বেগম টুনি জানান, তার স্বামী শাহজাহানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার সংসারে ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন :