শিরোনাম

লক্ষ্মীপুর শহরে চলবে পৌরসভার ইজিবাইকগুলো: মেয়র আবু তাহের

 

ওসমান গণি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু আহের বলেছেন, শহরে শুধু চলবে পৌরসভার ব্যাটারী-চালিত ইজিবাইকগুলো। স্কুল ও কলেজ সময় ইজিবাইকগুলো পৌরসভার উপকন্ঠে প্রবেশ করে যানজট সৃষ্টি করলে ওইসব চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে ইজিবাইক কল্যাণ সংস্থার আয়োজিত মতবিনিয়সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরা প্রতি ওয়ার্ডের ইজিবাইক মালিক ও চালকদের তালিকা করে দ্রুত পৌরসভায় জমা দেওয়ার জন্য উপস্থিত কাইন্সিলদের নির্দেশ দেন।

সংগঠনটির আহবায়ক মাষ্টার মফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক আকবর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামছুল আলম, সদর উপজেলার সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি, ইজিবাইক কল্যাণ সংস্থার উপদেষ্টা এডভোকেট মিলন মন্ডল ও পৌরসভার কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল, রাসেল, আবু রাহান, টিপু, শাহীসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :