মো: ওসমান গণি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ঐতিহ্যবাহী রসূলগঞ্জ বাজারে যেনো সুপারির রাজ্য, চলতি মৌসুমে প্রচুর পরিমাণে সুপারির ফলন হয়েছে। প্রতি রবিবার ও বুধবার রসূলগঞ্জ বাজার মিলে,দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা সুপারি নিতে আসে এই বাজারে,স্থানীয় ক্রেতাদের থেকে পাইকারীতে সুপারি ক্রয় করে সারাদেশে যায় এই বাজারের সুপারি।প্রতি বাজারের দিন ১-২ হাজার কাউন পর্যন্ত সুপারি রসূলগঞ্জ বাজারে ক্রয় বিক্রয় হয়।বর্তমানে প্রতি কাউন সুপারি ১৫০০ থেকে ১৮০০ শ টাকায় বিক্রি করতে দেখা যায়।
বাংলাদেশের উৎপাদিত সুপারির ৪৮ ভাগই লক্ষ্মীপুরে উৎপাদন হয়ে থাকে। লক্ষ্মীপুরে প্রতিবছর প্রায় সাড়ে ৩ শত কোটি টাকার সুপারি উৎপাদন হয়। এছাড়াও দালাল বাজার,রাখালিয়া, মোল্লারহাট,রায়পুর সহ বিভিন্ন বাজারে বর্তমান সময়ে সুপারির জমজমাট ব্যবসা চলছে।
লক্ষ্মীপুর জেলার প্রায় প্রতিটি গ্রাম ঘিরেই রয়েছে পরিকল্পিত এবং অপরিকল্পিত সুপারির বাগান, সাধারণত অন্য ফসলের চেয়ে লাভজনক এবং সহজ হওয়ায় এ অঞ্চলের মানুষ সুপারির বাগানে বেশি আগ্রহী। লক্ষ্মীপুরের সুপারি সারা বাংলাদেশে রপ্তানি হয়, এছাড়াও বিভিন্ন দেশেও লক্ষ্মীপুরের সুপারি যায়।
সব থেকে বড় অর্জন হলো সুপারির ব্যবসা করে অনেক মানুষ জীবিকা নির্বাহ ও বেকারত্ব দূর করেছেন। একজন ব্যবসায়ী জানান, সুপারির ব্যবসা করে তিনি স্বাবলম্বী হয়েছেন। সরকারি সহযোগিতা পেলে সুপারি চাষে আরো বেশি আগ্রহী হবেন। বাড়ির আশে পাশে, পুকুর পাড়ে রাস্তার পাশে সুপারি গাছ রোপণ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ।