শিরোনাম

লাখো মানুষের “আমিন আমিন ধ্বনিতে” শেষ হলো কক্সবাজার জেলা ইজতেমা

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার: বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতিত্ববোধ, ইহকাল ও পরকালের মুক্তি, হেদায়েত, মাগফিরাত, দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে ঘূর্ণিঝড় “বুলবুল”এর কারণে, নির্ধারিত সময়ে’র আগে আখেরি মোনাজাতে’র মধ্যদিয়ে লাখো মানুষের আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কক্সবাজারে তাবলীগের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।

তাবলীগ জামাতের মুরুব্বীদের মাশোয়ারার ভিত্তিতে বৈরী আবহাওয়ার প্রতিকূলতা বিবেচনা করে, নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার জেলা ইজতেমার আখেরি মুনাজাত ৯ নভেম্বর শনিবার সকলে ৮টায় অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিন (দাঃবাঃ)।

৭ ই নভেম্বর বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া তিনদিন ব্যাপী ইজতেমায় কাকরাইলের ১২জন মুকিম সহ শু’রা সদস্য, হজরত মাওলানা যোবায়ের সাহেব (দাঃবাঃ),হজরত মাওলানা জাকারিয়া সাহেব (দাঃবাঃ),হজরত মাওলানা ওমর ফারুক সাহেব (দাঃবাঃ),হজরত মাওলানা জাফর সাহেব (দাঃবাঃ) ও চট্টগ্রামের মুরুব্বী হজরত মাওলানা মুফতি জসিম উদ্দিন (দাঃবাঃ),হজরত মাওলানা ইলিয়াস সাহেব (দাঃবাঃ), কক্সবাজার তাবলীগ জামায়াতের মুরব্বি হজরত মাওলানা মুফতি মোরশেদুল আলম(দাঃবাঃ), হজরত মাওলানা কেফায়েত উল্লাহ শফিক (দাঃবাঃ) ও হজরত মাওলানা আতাউল করিম সাহেব সহ বহু ওলামায়ে কেরাম এর বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের কক্সবাজার জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়।

এতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালনে ইজতেমা শেষ পযর্ন্ত মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পুর্ণ প্রস্তুত ছিলেন।

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী তাবলীগ জামাতের কক্সবাজার জেলা ইজতেমায় লক্ষ লক্ষ মুসল্লিদের ঢলে মূখরিত সমুদ্র সৈকতে’র তীর। ময়দানে আখেরী মোনাজাত চলাকালে লাখো ধর্মপ্রাণ মুসল্লির কন্ঠে আওয়াজ উঠে “হে আল্লাহ, ইয়া আল্লাহ, আমিন আমিন ছুম্মা আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা, আখেরী মোনাজাতে মুসলিম উম্মার পাপের ক্ষমা প্রার্থনা, ইসলামের সঠিক ও সত্য পথের আলোর দিশারী হয়ে তাবলিগ তথা পুরো দ্বীনের দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত হওয়ার তওফিক কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট বিনম্র সূরে প্রার্থনা করা হয়।

এসময় পুরো ইজতেমা ময়দান সহ তার চারপাশ এলাকা জুড়ে লাখো মানুষ কেঁদে কেঁদে আল্লাহর সস্তুষ্টি লাভের আশায় আকুতি ব্যস্ত করে সর্বস্তরের মুসল্লিরা। আত্মশুদ্বি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজতের আশায় মুসল্লিরা দু’হাত তুলে অস্ত্রসিক্ত চোখের পানি ফেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের ফরিয়াদ করেন জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নেওয়া ইজতেমায় আগত লাখো লাখো মুসল্লি।

নিউজটি শেয়ার করুন :