ওলামা কন্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাযার নামায লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন।
আজ (৩০ জানুয়ারী-২০) বৃহস্পতিবার বিকেলে মরহুমের ছোট ভাই মাওলানা শাব্বীর আহমদ রশিদ’র ইমামতির মাধ্যমে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাঁ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গ: গত শুক্রবার (২৫ জানুয়ারি) এ আলেমেদ্বীনকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল ২৯ জানুয়ারী-২০ মেডিকেল- এ মালিকের কাছে শেষ বিদায় নিয়ে চলে যান।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র সহ-সভাপতি এবং আল- জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ’র মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।