আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
জাটকা ধরা নিষিদ্ধকালীন সময়ে এপ্রিল ও মে মাসের জন্য জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা ৩১ জন নিবন্ধিত মৎস্যজীবিদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার পরিবার প্রতি ৮০ কেজি করে ২.৪৮০ মে.টন ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার, মেদিনীমন্ডল ইউনিয়ন শাখা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান,মোঃ হারুন মাদবর, উক্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম ও আরো অন্যান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
নিউজটি শেয়ার করুন :