শিরোনাম

লোহাগাড়ায় আব্দুর রহমান চৌধুরীর স্মরণে শোকসভা

এম এ তাহের (তারেক) চট্টগ্রাম জেলাঃ 

বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরীর স্মরণে সন্ধ্যা ৭ ঘটিকায় লোহাগাড়া উপজেলা মল্লিক ছোবাহান হাজীর পাড়া ইবতেদাই মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে মাদ্রাসার হলরুমে আলহাজ জামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মোরশেদ’র সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুদ্দোহা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের প্রথম পুত্র আব্দুল মোনায়েম চৌধুরী (বুলু) ও মরহুমের জামাতা নুরুল আমিন চৌধুরী, মাস্টার মোহাম্মদ আলী, মোঃ তহিদুল ইসলাম প্রমূখ।

প্রধান বক্তার বক্তব্যে শামসুদ্দোহা চৌধুরী বলেন, মরহুম আব্দুর রহমান চৌধুরী ছিলেন শিক্ষা অনুরাগী সমাজসেবক ও নীতিবান এক আদর্শবান পুরুষ। যাহা অল্প-পরিসরে বলে শেষ করা যাবে না। স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সামাজিক সকল কর্মকান্ডে তার অবদান অবিস্মরণীয়।

মাওলানা আব্দুল মজিদ এর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন। মোনাজাত পরিচালনা করেন, হাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।

নিউজটি শেয়ার করুন :