জাহাঙ্গীর আলম তালুকদার চট্রগ্রম দক্ষিণ জেলা:
লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা আনোয়ার নিখোঁজের ১ মাস দশ দিন পর অর্ধগলিত মরদেহ মিলল তার নিজ খামার বাড়ীতে। ৩০ জানুয়ারী (শনিবার) গভীর রাতে লোহাগাড়ার সদর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার নিজ খামার বাড়ীর পিছন থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে পুলিশ।
সামান্য টাকার জন্যই এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ধারনা পুলিশের। জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনকে মেরে তার নিজের খামারেের পিছনে মাটিতে পুঁতে রেখেছিল ঐ রোহিঙ্গা কর্মচারীরা।
আনোয়ারের লাশ উদ্ধার কার্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, থানা অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ ও থানা যুবলীগের আহবায়ক তথা (নিহতের চাচা) জহির উদ্দিন সহ হাজারো উৎসুক জনতা।
এদিকে নিহতের স্বজনদের কান্নায় পুরো এলাকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে।