জাহাঙ্গীর আলম তালুকদার, চট্রগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ চট্রগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া উপজেলা কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপ উৎসব পলিত হয়, আজ ০৯/০৭/২০২০ ইংরেজি বিকাল ৩:০০ তিন ঘটিকার সময় লোহাগাড়া উপজেলা কৃষি অফিস কার্যালয় সংলগ্নে এই উৎসব পালিত হয়।
মুজিববর্ষ- এ জননেত্রী কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপন উৎসব পালিত হয়।
প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী সভাপতি চট্রগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ।
বিশেষ অতিথি ছিলেন মণিরুল ইসলাম কৃষি কর্মকর্তা লোহাগাড়া উপজেলা চট্রগ্রাম।
এই সময় উপস্থিত ছিলেন আলী আহাম্মদ সভাপতি কৃষকলীগ লোহাগাড়া উপজেলা।মোহাম্মদ মাহমুদুল হক সহ সভাপতি কৃষকলীগ লোহাগাড়া উপজেলা।বাবু তুষার কান্তি বড়ুয়া সহ সভাপতি কৃষকলীগ লোহাগাড়া উপজেলা।জাহাঙ্গীর আলম তালুকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষকলীগ লোহাগাড়া উপজেলা।কাজি শের আলী সভাপতি পদুয়া ইউনিয়ন কৃষকলীগ
হাজ্বী আবদুর রহিম সভাপতি লোহাগাড়া ইউনিয়ন কৃষকলীগ।মৃদূল কান্তি বডুয়া সভাপতি আধুনগর ইউনিয়ন কৃষকলীগ।বাবু শিমুল বডুয়া সভাপতি বড় হাতিয়া ইউনিয়ন কৃষকলীগ।আনচার উল্লাহ সাধারণ সম্পাদক আাধুনগর ইউনিয়ন কৃষকলীগ।মোহাম্মদ আয়ুব সাধারণ সম্পাদক বড়হাতিয়া ইউনিয়ন কৃষকলীগ।জিয়া হোসেন সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া ইউনিয়ন কৃষকলীগ।জামাল উদ্দীন সাংগঠনিক সম্পাদক পদুয়া ইউনিয়ন কৃষকলীগ।