শিরোনাম

লোহাগাড়া মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক

 

জাহাঙ্গীর আলম তালুকদার চট্রগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: 

লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন মাননীয়, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক এমপি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেন, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক প্রাধান অতিথি হিসাবে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধ করেন।

এই সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন , বাংলাদেশে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা পবিত্র কোরআনকে ভূল ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্ম প্রাণ মুসলিমদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে ক্ষমতায় যায়ার অপ চেষ্টা করে।মন্ত্রী আরো বলেন, মাননীয় , প্রধানন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগনের কল্যাণে কাজ করে যাবে, এবং বাংলাদেশের প্রতিটি ধর্মের বর্ণের মানুষের সমান অধিকার থাকবে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলাহীনির, পুলিশ প্রশাসন, আমরা কোন ধরনের সন্ত্রাস, জংঙ্গীবাদ ছাড় দেবনা, এবং লোহাগাড়া উপজেলার জনসাধারণের প্রশংসা ও করেন।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনসা তকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা মাননীয়, সংসদ প্রফেসর ড, আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী। সাংসদ নদভী বলেন, মাননীয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার।শেখ হাসিনার নিরলস পরিশ্রমে ও সঠিক নেত্রীত্বে দেশ এগিয়ে চলছে।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু। এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলানির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ, এম, গণি সম্রাট,

দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহাজাহান, লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলি আহাম্মদ, সহ সভাপতি মাহমুদুল হক।উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস, এম ইউনুচ, কলাউজান ইউনিয়ন চেয়ারম্যান আবদুল ওয়াহাব, লোহাগাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নুরুছাফা চৌধুরী।আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাতীলীগ, শ্রমিকলীগের নেত্রী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন :