শিরোনাম

লৌহজংয়ের মইনুল ইসলাম টিপু সংসদ বাংলাদেশের অর্থ সম্পাদক হলেন

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ

কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় গত ৫ই ফেব্রুয়ারি ২০২১ ইং। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন কবি রাজূ আলমি, সাধারণ সম্পাদক আমিনুল রানা আর অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের কবি মইনুল ইসলাম টিপু।

তার এককভাবে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে এবং যৌথভাবে একাধিক বই একুশে বইমেলায় বের হয়েছে। তিনি আমির প্রকাশন সাহিত্য পুরস্কার (২০০৮) কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার (২০১০) ও গনছায়া একুশে পদকে (২০১২) ভূষিত হন। তিনি দৈনিক মুন্সিগঞ্জের খবরের সাহিত্য পাতায় নিয়মিত লেখেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন :