আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ
লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের প্রায় ২১ লক্ষাধিক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ফেরি, লঞ্চ ও স্পীটবোট দিয়ে পারাপার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্পীটবোট ও লঞ্চে লোক ওঠানোর জন্য যাত্রীদের হাক ডাক এবং হাত ধরে টানাটানি করছে। স্পীটবোটে ১৬/১৭ জন যাত্রী নিয়ে ঝুঁকিতে পারাপার হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার হওয়ায় লঞ্চগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীদের গাদাগাদি করে ভরে পারাপার করা হচ্ছে। লঞ্চের ভিতরে বসার জন্য কোনো চেয়ার নেই। সব জায়গায় কাঠের তৈরি বেঞ্চ। বেশিরভাগ যাত্রীরা কষ্ট করে দাঁড়িয়ে আছে। মাদারীপুর টেকেরহাটের গোলাম রাব্বানী জানান ” আমাদের কে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। হয়তো আরেক বছর কষ্ট করে পারাপার হতে হবে।
পদ্মাসেতু চালু হয়ে গেলে আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না। বরিশালের যাত্রী মোঃ জালাল মুন্সী বলেন, “আমরা প্রতিদিন এভাবেই যাতায়াত করে থাকি। আমাদের কথা কেউ চিন্তা করে না।”