শিরোনাম

লৌহজংয়ের বৌলতলীতে নৌকার হাল ধরতে চান মু. ইউনুছ শেখ

ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ-

লৌহজং উপজেলাধীন বৌলতলী ইউনিয়নস্থ ৬ নং ওয়ার্ডের জনপ্রিয়, জনদরদী ও বিশিষ্ট সমাজসেবক বঙ্গবন্ধুর আদর্শের এক মহান ব‍্যক্তিত্ব মু. ইউনুছ শেখ (৫৬)। তিনি তার ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত সফল মেম্বার হিসেবে গোটা লৌহজংয়ে ব‍্যাপক সুনাম কুড়িয়েছন। ইতিমধ্যে লৌহজং উপজেলা মৎস‍্যলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জনসেবা এখন তার নেশায় পরিণত হয়েছে।

আসন্ন ইউপি নির্বাচনে পূণরায় আওয়ামীলীগের প্রতীক নৌকার হাল ধরতে চান মু. ইউনুছ শেখ। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, আল্লাহ্ ও নবী করীম (সাঃ)কে সন্তুষ্টির লক্ষ্যেই আমার প্রতিটি নিঃশ্বাস ও ধ‍্যান খেয়াল জনসেবা নিয়ে। মৃত্যু পর্যন্ত সর্বদা জনগণের পাশে থেকে জনসেবা করে যেতে চাই। উল্লেখ যে, তিনি জনগণের খোঁজখবর রাখার পাশাপাশি জনগণকে আল্লাহমুখী করার নিয়তে বাৎসরিক ওয়াজ মাহফিল কায়েমের আপ্রাণ চেষ্টা চালান। বৌলতলী ইউনিয়নের ৬ নং ওয়র্ডের জনগণ তাকে পূণরায় মেম্বার হিসেবে পেতে প্রতীক্ষার প্রহর গুনছে।

নিউজটি শেয়ার করুন :