আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে লৌহজংয়ের লোকজন সচেতন হওয়ায় বেদে সম্প্রদায়ের লোকজন বিপাকে পড়েছেন। তাদের গাছের শিকড়, বিভিন্ন তাবিজ বিক্রি ও পানি ফুঁক দেওয়া ও শিংগা লাগানোর ধান্ধাবাজির মাধ্যমে লোকজনকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মোটা অংকের টাকা নিয়ে টাকার পাহাড় গড়ছিল।
নিরুপায় হয়ে বেদে পুরুষেরা শিমুলিয়া ঘাটে ফেরির অপেক্ষায় দন্ডায়মান দক্ষিণাঞ্চলের বাসে ভূঁয়া রশিদ ছাঁপিয়ে চাঁদা আদায় ও বেদে মেয়েরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের জোরপূর্বক হাত ধরে কাংঙ্কিত চাঁদা দাবি করায় মান ইজ্জতের ভয়ে অনেকেই চাঁদা দিয়ে গন্তব্য স্থানে রওয়ানা দিচ্ছে।
কখনো মৃত্যুর কথা বলে, আবার কখনোবা বিয়ের জন্য টাকা আদায় করতে ৭/৮ জনের একটি দল বাসন্তী রংয়ের কাপড় পরিধান করে একজন কুলা হাতে নিয়ে দক্ষিণাঞ্চের যাত্রীদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে শিমুলায়া ঘাটের ট্রাফিক পুলিশ মিজানুর রহমান জানান, আমাদের নজরে পড়লে ওদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।