আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়াতে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে স্থানীয় জনগণের অংশ গ্রহনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় পরিকল্পনা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা হলদিয়ার কারপাশা যুব সংঘের প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড (কারপাশা) আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান রতন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. মোজাম্মেল হক।
হলদিয়া ইউপি সচিব মো. শরিফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি মাহবুব তালুকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাৈকদক হাবিবুর রহমান হাওলাদার, ৩নং ওয়ার্ড মেম্বার শাহিন সরদার, ইউনিয়ন আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু খলিফা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মুক্তার ও রফিক মল্লিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক স্বাধীন শেখ, শেখ মতিউর রহমান, কামাল হাওলাদার, খোরশেদ আলম মোল্লা, কিবরিয়া ভূইয়া, আবদুল মান্নান হাওলাদার, রহমান মাস্টার, শেখ আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার মানিক লক্ষ্মণ সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম, অরুণ কুমার বিশ্বাস প্রমুখ।