আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ নেননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি কর্তৃক লৌহজং উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়/দুস্থ্য ব্যক্তিদের মাঝে সম্প্রতি বিনামূলে ৮২ বান ঢেউটিন ও বান প্রতি ৩,০০০/- টাকা করে বিতরণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে “বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার” এর শুভ উদ্বোধন এবং লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ চরবাসীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ
লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও অফিস), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ও নার্সবৃন্দ, লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সম্মানীত অন্যান্য ব্যাক্তিবর্গ।