আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:
লৌহজংয়ের ঘোড়দৌড় বাজারস্থ ইঞ্জিনিয়ার মার্কেটের তৃতীয় তলায় লৌহজং উপজেলা শাখা ইসলামী আন্দোলনের নতুন অফিস ভাড়া নেওয়া হয়েছে। সম্প্রতি সকাল ১০ টায় অফিস উদ্বোধন করেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মুনসুর আহমাদ মুসা, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ সালেহীন মোল্লা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি জনাব মুহাম্মদ আবু তৈয়ব অভিক, সাধারণ সম্পাদক হযরত ক্বারী মাওলানা কবির হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হযরত মুফতী আসাদুজ্জামান বিক্রমপুরী, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আব্দুল হামিদ মাষ্টার ও অন্যান্য নেতা কর্মীরা।