শিরোনাম

লৌহজংয়ে ইসলামী আন্দোলন’র টিম কর্তৃক তোফাজ্জল’র লাশ দাফন সম্পন্ন

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

আজ  ৪ আগস্ট মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার দাফন কাফন টিম পূর্ব শাখার উদ্যোগে অত্র উপজেলার বেজগাঁও ইউনিয়নের আঁটিগাও নিবাসী হাজী তোফাজ্জল সাহেবের লাশ দাফন সম্পন্ন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র লৌহজং উপজেলা দাফন – কাফন টিম পূর্ব শাখার আমীর মাওলানা আবুল কালাম সাহেবের নের্তৃত্বে। দাফন কাফন টিম সকাল ৯-৩০মিনিটে লাশের কাছে উপস্থিত হয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে। সকাল ১০টায় জানাযা নামাজ শুরু হয়। টিম প্রধানের ইমামতিতে জানাযা নামাজ শেষে লাশ দাফনের জন্য বেজগাঁও কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে আসা হলে মূশুলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে দাফন সম্পন্ন করে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

টিমের সদস্য যারা উপস্থিত ছিলেন-

মাঃ মোঃ আবুল কালাম খান,

মোঃ মিজানুর রহমান জুয়েল ঢালী,

মোঃ আবু তাহের মৃধা,

মোঃ আবুল বাশার মোল্লা,

মোঃ আবু তৈয়ব মোল্লা,

মোঃ শাহ্ আলম মৃধা,

মোঃ মনির হোসেন,

মোঃ আবুল কালাম,

মোঃ তোহা উসমানী,

মুজাহিদ মুহাম্মদ রেজাউল করীম

সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন :