শিরোনাম

লৌহজংয়ে করোনায় আক্রান্ত ৭ জন

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

গত ১৭ এপ্রিল পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণঘাতী নভেল করোনায় ৭ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৪ জন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শনাক্ত হয়েছে ও বাকী ৩ জন ঢাকা থেকে শনাক্ত হয়েছে।

মৃত হচ্ছে ৩ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৪ জন। পজেটিভ রোগীর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছে ১ জন। ১ জন আক্রান্তের কারণ এখনো অজানা। ৩ জন নারায়ণগঞ্জ থেকে এসেছে ও ২ জন ঢাকা থেকে এসেছে।

কনকসার ইউনিয়নে ৫ জন এবং কলমা ইউনিয়নে ২ জন অর্থাৎ লৌহজংয়ে মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লৌহজংয়ের অন্য কোন ইউনিয়নে কেউ সনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন :