আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী সরকারি লৌহজং বিশ্ব বিদ্যালয়ে গরীব ছাত্র / ছাত্রীরা ভর্তি হতে না পেরে হতাশ হয়ে পড়েছে। তাদের শিক্ষা জীবনের ভবিষ্যৎ কি এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভুক্তভোগী অভিভাবকগণ। জানা যায়, সরকারি লৌহজং বিশ্ব বিদ্যালয়ের কর্তৃপক্ষ অনার্সে ভর্তি হতে ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা ও ডিগ্রীতে ভর্তি হতে ৩,৫০০/ (তিন হাজার পাঁচ শত) টাকা নিচ্ছে।
তাছাড়া অনার্সের ছাত্র/ছাত্রীদের মাসিক বেতন পাঁচশত টাকা ও ডিগ্রীর ছাত্র/ছাত্রীদের মাসিক বেতন দুইশত পঞ্চাশ টাকা দিতে হচ্ছে। এতে গরীব ছাত্র/ছাত্রীরা বিপাকে পড়েছে। তাছাড়া আপে পাশে কোথাও কলেজ নেই। লৌহজং থেকে প্রায় পনের কিলোমিটার দূরে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলায় একটি কলেজ রয়েছে। অর্থ ও সময় ব্যায় করে এখান থেকে এতো দূরে গিয়ে ক্লাশ করা গরীব ছাত্র / ছাত্রীদের পক্ষে সম্ভব নয়।
একটি সূত্র থেকে জানা যায়, দীর্ঘ দু’বছর ধরে কলেজটি নামে মাত্র সরকারী হলেও কার্যক্রম বেসরকারী। শীঘ্রই সকল কার্যক্রম সরকারী ভাবেই পরিচালিত হবে ফলে সকল ছাত্র / ছাত্রীরাই তাদের কাংক্ষিত লৌহজং সরকারী বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?