আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ
গোটা লৌহজংয়ে গাংচিল পরিবহনের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠেছে লোকজন। ঘৌলতলী বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তা দখল করে প্রতিদিন বাস সারিবদ্ধ ভাবে রেখে যানজট সৃষ্টি করায় জনদূর্ভোগ চরমে পৌচেছে। সম্প্রতি ছবি সহ সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি গাংচিল পরিবহন কর্তৃপক্ষের ও প্রশাসনের।
তাছাড়া ঢাকা যাওয়ার সময় যাত্রীর অপেক্ষায় মালির অংক বাজার, ঘোড়দৌড় বাজার, কনকসার ব্রীজ, হলদিয়া ব্রীজ, চন্দ্রের বাড়ি বাজার ও মাওয়া চৌরাস্তায় বাস থামিয়ে রাখায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। ছোট ছোট যানবাহনের যাত্রীরা অসহায় ভাবে চরম দূর্ভোগকেই মেনে নিতে বাধ্য হচ্ছে। এ রুটে অন্য কোন পরিবহন না থাকায় যাত্রীরাও সিটিং সার্ভিস নামক চিটিং গাংচিল পরিহনে দাড়িয়ে ঢাকা যাতায়াত করছে। এ ব্যাপারে ভূক্তভোগী যাত্রী ও সাধারণ লোকজন উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।