শিরোনাম

লৌহজংয়ে জুয়াড়ীদের ধাওয়া, ১ জন আহত

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন কনকসার গ্রামের কলাবাগান আকাশ মনি কাঠ গাছ বাগানে প্রতিদিন জুয়াড়ীরা ঐক্যবদ্ধ হয়ে এসে জুয়া খেলছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ টায় উক্ত বাগানে জুয়াড়ীরা নেশাগ্রস্ত হয়ে জোরে চিল্লাচিল্লি করলে কতিপয় গ্রামের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে ওদের ধাওয়া দিয়ে ১ জনকে ধরে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়।

জুয়াড়ীরাও সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার পর থেকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাঠি সোঠা নিয়ে আকাশ মনি কাঠ গাছ বাগানের সম্মূখে অবস্থান নিয়েছে। ভয়ার্ত লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে।

এতে ওঠতি বয়সী তরুণরাও জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। উক্ত আকাশ মনি কাঠ গাছ বাগানে জুয়াড়ীদের কারণে জুয়াড়ীরা ও আশেপাশের লোকজন করোনার ঝুঁকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন :