আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
হিন্দু থেকে মুসলমান হয়ে বহু কষ্ট ত্যাগ স্বীকার করেছেন ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী। তার ব্যাথায় ব্যথিত বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ। যে কোনো ওয়াজ মাহফিলে তার আগমনের কথা শুনলেই পাগল পারা হয়ে ছুটে যান দ্বীনের মর্দে মুজাহিদ সহ অনেকেই।
তার বয়ানের সময় চাতক পাখির মতো দু’ নয়ন দিয়ে চেয়ে থাকেন সবাই। প্রাণ ভরে বয়ান শুনে হয়ে যান তৃপ্ত বিমোহিত মুগ্ধ।
গত ১০ ফেব্রুয়ারি সোমবার অত্র উপজেলাধীন কুমার ভোগস্থ চন্দ্রের বাড়ি বাজার সংলগ্ন ইসলামী শ্রমিক আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হযরত হাফেজ ক্বারী মিজানুর রহমান জুলহাস কর্তৃক প্রতিষ্ঠিত ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পরিচালিত ফজলুল উলুম কিরাতুল কুরআন বহুমূখী মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন।
উক্ত মাদ্রাসাটির শিক্ষার মান গোটা লৌহজংয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিটি শিক্ষকই ট্রেনিং প্রাপ্ত। স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের মাঝে শতভাগ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য হযরত হাফেজ ক্বারী মিজানুর রহমান জুলহাস আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
ছাত্রদের সুন্দর হাতের লেখা, পবিত্র কুরআন মাজিদ তেলোওয়াত ও ইংরেজিতে কথোপকথন উপস্থিত সবাইকে হতবাক করে দেয়।
প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ পীর সাহেব খুলনা গুরুত্বপূর্ণ বয়ান শেষে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হযরত হাফেজ ক্বারী মিজানুর রহমান জুলহাস নিজ মাদ্রাসার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।