ঢাকা বিশেষ প্রতিনিধি:
লৌহজংয়ে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ জীবন দাস (৪৯) নামক জনৈক রিক্সা চালকের লাশ পরদিন বুধবার উদ্ধার করা হয়েছে। জানা গেছে , অত্র উপজেলার সিংহেরহাটি গ্রামের ঋষিপাড়ার বাসিন্দা মৃত নবদ্বীপ দাসের ছেলে জীবন দাসের মরদেহ রিক্সা সহ উপজেলার মৌছা গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করে লৌহজং থানা পুলিশ। জীবনের পরিবার এ মৃত্যুকে খুন বলে দাবি করেছে।
জীবনের রিক্সাটি মৌছা-কাজিরপাগলা সড়কেই পাওয়া গেছে। উক্ত স্থান থেকে মাত্র ২০০ গজ দূরেই জীবনের লাশ পাওয়া গেছে । লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান , জীবনের মৃত্যু রহস্যজনক। জীবন দাসের মরদেহের পাশে বিষের কৌটা ছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যু রহস্য উৎঘাটন করা যাবে। বুধবার রাতে এ প্রতিবেদন লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল।
জীবনের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। জীবনের লাশ গত বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।