শিরোনাম

লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

আজ ১৮  জুলাই শনিবার লৌহজং উপ‌জেলার ‌বেজগাঁও ইউ‌নিয়‌নের ১ নং ওয়ার্ড, গাঁও‌দিয়া ইউ‌নিয়‌নের ১ নং ওয়ার্ড, কনকসার ইউ‌নিয়‌নের  ২ ও ৩ নং ওয়ার্ড এবং হল‌দিয়ার ইউ‌নিয়‌নের ৩ নং ওয়ার্ডের নদী ভাঙ্গন ও বন‌্যা প‌রি‌স্থি‌তি স‌রেজ‌মি‌নে প‌রিদর্শন ক‌রেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

আরও উপ‌স্থিত ছি‌লেন লৌহজং সহকারী অফিসার (ভূমি) জনাব মুহাম্মদ রাসেদুজ্জামান। এবং লৌহজং উপ‌জেলা দা‌রিদ্র বি‌মোচন কর্মকর্তা জনাব মুহাম্মদ এমরান হোসেন তালুকদার।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, লৌহজং বন‌্যাকব‌লিত এলাকার সং‌শ্লিষ্ট মেম্বার ও চেয়ারম‌্যান‌দেরকে বন‌্যায় ক্ষ‌তিগ্রস্থ‌ স্থানসমূ‌হে বাধ‌নির্মাণে এবং ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার‌কে সরকা‌রি ত্রাণসামগ্রী বিতরণ করার জন‌্য প্রয়োজনীয় সহায়তা প্রদান ক‌রেন।

নিউজটি শেয়ার করুন :