শিরোনাম

লৌহজংয়ে ফরমালিন যুক্ত টমেটো বাজারে বিক্রয় হচ্ছে

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃঃঃ
গোটা লৌহজংয়ের বিভিন্ন বাজার এখন ফরমালিন যুক্ত টমেটোতে সয়লাব। অসাধু ব‍্যবসায়ীরা অতি দ্রুত অধিক মুনাফার লোভে টমেটোতে ফরমালিনের মিশ্রণ ঘটাচ্ছে বলে জানা গেছে। সহজ সরল ক্রেতারা টমেটোর তরকারি খেয়ে পেটের পীড়া জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছে।

কলকাতা ভোগদিয়ার টমেটো ব‍্যবসায়ী সোহেল আমাদের প্রতিনিধিকে জানায়, অত্র উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ফরমালিন মুক্ত টমেটো নিয়ে গেলে ক্রেতারা তার টমেটো কিনতে ভীড় জমায়। এতে তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে অন‍্যান‍্য টমেটো বিক্রেতারা। তিনিও এসকল অসাধু ব‍্যবসায়ীদের শাস্তি চান।

নিউজটি শেয়ার করুন :