শিরোনাম

লৌহজংয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেনাবাহিনীর কম্বল বিতরণ

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি: 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনী। রবিবার সকাল সাড়ে ১০ টায় পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের দীপ্ত ঊনিশ ইউনিটের আয়োজনে উপজেলার মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৫০ জন দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন দীপ্ত ঊনিশের সিও (কমান্ডিং অফিসার) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আরিফুর রহমান পিএসসি ও ব্রিগেড স্টাফ মেজর আফিক হাসান। কম্বল ছাড়াও ৫০ জন দুস্থের মাঝে চাল ও আটা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :