আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫৩০টি কর্মহীন অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোঁলা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আলু ও একটি সাবাণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী এমএ খালেকুজ্জামান বাছারের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রাশেদ।
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতা আলমগীর হোসেন খান, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক হাজী আতাউর রহমান খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মহসিন মোড়ল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আশু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুলফিকার আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসেন লিটন প্রমুখ।