আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
গত ২৫ জুলাই শনিবার পবিত্র ঈদুল আযহা-২০২০ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিমুলিয়া ফেরীঘাট ব্যবস্থাপনায় “বিশেষ আইন শৃঙ্খলা সভা” লৌহজং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মোমেন।লৌহজং উপজেলা চেয়ারম্যান জনাাব মোহাম্মদ ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং ও সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি), লৌহজং সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ র্যাব-১১, ভাগ্যকুল-
শ্রীনগর অফিসার-ইন-চার্জ, লৌহজং থানা, শ্রীনগর থানা এবং সিরাজদিখান থানা নৌপুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পরিবহন, লঞ্চ ও স্প্রিড বোর্ড মালিক সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।