আ স ম আবু তালব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
ভারতীয় পাহাড়ি ঢলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চরে ও পদ্মা নদীর নিকটবর্তী বিভিন্ন গ্রামে অচেনা অজানা অসংখ্য বিষাক্ত সাপ চলে এসেছে।নদীর ভাঙ্গন ও বিষাক্ত সাপের ভয়ে দিশেহারা হয়ে পড়েছে লোকজন। পদ্মা নদীর বুকে প্রায় ২৫ বছর ধরে জেগে ওঠা চরে কয়েক হাজার লোকজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিল।
সৃষ্টি হয়েছিল অনেক গুলো গুচ্ছ গ্রাম। ভাগ্যের নির্মম পরিহাস। পানি বৃদ্ধি পেয়ে অকস্মাৎ ফুলে ফেঁপে ওঠেছে রাক্ষুসী পদ্মা নদী। প্রবল স্রোতে পদ্মার চর বিলীন হয়ে যাচ্ছে। অপরদিকে অচেনা অজানা বিষাক্ত সাপের উপদ্রব এ যেন চরবাসীর জীবন চলার পথে মৃত্যুর অনশি সংকেত। ইতিমধ্যে অনেকেই ভারতীয় বিষাক্ত সাপের দংশনে মৃত্যু ঘটেছে। স্থানীয় সাপুড়েও এ ধরনের সাপ চিনছে না। মোটা অংকের টাকা সাধলেও ওরা সাপ ধরতে ভয় পাচ্ছে।
নিউজটি শেয়ার করুন :