শিরোনাম

লৌহজংয়ে ব্যাবসায়ীদের দখলে রাস্তা, জনদূর্ভোগ চরমে

অ.স.ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: লৌহজং উপজেলাধীন ঘোড়দৌড় বাজারের গ্যাস সিলিন্ডার ব্যাবসায়ীরা রাস্তা দখল করে দিব্যি আরামেই ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এতে জনদূর্ভোগ চরমে পৌচেছে।

মাত্র কয়েক গজ দূরে জগৎবিবি কমপ্লেক্সের তৃতীয় তলায় রয়েছে উইনার কিন্ডার গার্টেন, চতুর্থ তলায় রয়েছে সিরাজুল উলুম আশরাফিয়া মাদ্রাসা, সুফিয়া খাতুন লতিফিয়া মহিলা মাদ্রাসা ও আল হাদী ইসলামী কিন্ডার গার্টেন।

ঐ মার্কেটের পূর্বে রয়েছে লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। সরেজমিনে পাওয়া যায় সকাল আটটা থেকেই ছাত্র/ছাত্রীদের শিক্ষালয়ে যাওয়ার সময় লোকজন বাজারে এসে কেনাকাটার সময় তাদের দোকান সংলগ্ন রাস্তায় বড় ট্রাক থামিয়ে গ্যাস ভর্তি এলপি গ্যাস সিলিন্ডার নামাচ্ছে ও খালি এলপি গ্যাস সিলিন্ডার তুলে ট্রাকে ভরছে।

এতে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। স্কুল- কলেজ ও মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের যানজটের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষালয়ে যেতে হচ্ছে। যে কোন সময় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মারাত্মক দূর্ঘটনায় অসংখ্য প্রাণহাণি ঘটতে পারে।

তাছাড়া নিকটস্থ কাঠপট্টীতে স-মিল টিনের দোকান। কাঠের দোকানীরা রাস্তা- ঘাট দখল করে তাদের ব্যাবসায়ীক কাজে ব্যবহার করছে। প্রায় প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?

নিউজটি শেয়ার করুন :