শিরোনাম

লৌহজংয়ে যানজটে জনজীবন বিপর্যস্ত

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ- মুন্সীগঞ্জের লৌহজংয়ে আজ যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে শুক্রবার, নববর্ষ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসবে অসহনীয় যানজটে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ইতিমধ্যে লৌহজং উপজেলা যানজটের এলাকা হিসেবে অনেকের নিকট পরিচিতি লাভ করেছে। গাংচিল পরিবহনের কর্তৃপক্ষ যত্রতত্র তাদের বাস পার্কিং করে রাখায়, বিভিন্ন বাজারের নিকটস্থ রাস্তায় চালকরা বাস থামিয়ে যাত্রী ওঠা নামা করায় ও সিগন‍্যাল না দিয়ে সরু ব্রীজে দ্রুত বাস ওঠানোর ফলে যানজটের সূত্রপাত ঘটছে।।

তাছাড়া ইজিবাইক, মিশুক, ও অটো রিক্সার চালকেরা ব্রীজে ওভারটেক করায়, বিভিন্ন বাজারের সম্মূখে যাত্রীর অপেক্ষায় এলোপাথাড়ি গাড়ি রাখায় এবং ট্রাফিক আইন না মানায় দিন দিন যানজট অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। রাজনৈতিক দলের মিছিল, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, রোড সংলগ্ন পূজা মন্ডপ বা ইউনিয়ন পরিষদে তাদের ধর্মীয় অনুষ্ঠানের কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। তাছাড়া লৌহজংয়ে প্রভাবশালীরা এখন খাল ও রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের দোকান – মার্কেট করায় লোকজনের অবাধ বিচরণ যানজটের মূল কারণ বলে সচেতন মহল মনে করেন।

ঘোড়দৌড় কাঠপট্টিতে সরকারি খাস জমিতে দোকান দেওয়ার পরও দু’পাশের রাস্তা দখল করে বড় বড় খন্ডিত গাছভর্তি ট্রাক থামিয়ে শ্রমিক দিয়ে নামাতে প্রায়ই যানযটের সৃষ্টি হয়। এতে লোকজনদের অহরহ দূর্ভোগ পোহাতে হচ্ছে। ধীৎপুর গ্রামের এরশাদ জানান, সন্তানকে স্কুল, কিন্ডার গার্টেন, কলেজ ও মাদ্রাসায় নির্ধারিত সময়ে দিয়ে আসা যায়না। খাস জমি ও রাস্তা ঘাট দখল করে প্রভাবশালীরা কাঠপট্টীতে কাঠ, টিন, কাঠের ঘর এবং লাকড়ির দোকান দিয়ে জমজমাট ব‍্যাবসা খুললেও লৌহজংবাসী মূলত তাদের নিকট জিম্মি হয়ে পড়েছে। যানজট নিরসনে এসব অবৈধ দোকান – মার্কেট উচ্ছেেদ করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করেন।

অপরদিকে, কাঠপট্টির বিশিষ্ট কাঠ ব‍্যাবসায়ী হিয়া ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ আবু হানিফ বেগ জানান, আমাদের দোকানের জন্য দূর থেকে আনা কাঠ ভর্তি ট্রাক প্রায় ঘন্টা খানিক ধরে রাস্তায় মাল নামানোর আশায় দাড় করিয়ে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষ কাঠপট্টির সকল ব‍্যবসায়ীকে অন‍্যত্র জায়গা ষির্শারণ করে ব‍্যাবসার সুযোখ করে দিবেন এটাই আমাদের প্রত‍্যাশা।

নিউজটি শেয়ার করুন :