আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ কেক কেটে উদযাপন করেছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের নিচতলায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজ মৃধা, সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ মোস্তাক, যুবলীগ নেতা শফিক মাদবর প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিলে যোগ দেয় উপজেলা আওয়ামী যুবলীগ।
নিউজটি শেয়ার করুন :