আ স আবু তালেব, বিশেষ প্রতিনিধি:
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান নভেল করোনা থেকে রক্ষা পেতে সরকারি আদেশ বাস্তবায়নে গোটা লৌহজংয়ে সাধ্যমত চেষ্টা চালালেও মানছেনা বিভিন্ন বাজারের দোকানদাররা। ফলে, অর্থদণ্ডে দন্ডিত হচ্ছে প্রতিদিন কোন কোন দোকানদার।
গত ৪ এপ্রিল শনিবার শিমুলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অত্র উপজেলার সুযোগ্য নির্বাাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় তিনি নিতাই মৃধার (মৃত) ছেলে হরি সাধন (৪০), কফিল উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ সিরাজ হাওলাদার (৪৫), মোহাম্মদ শেখের (মৃত) ছেলে জহিরুল ইসলাম (৪১) ও মোহাম্মদ ইদ্রিস ফকিরের ছেলে মুদি দোকানদার মোহাম্মদ সিরাজকে (৪০) পাঁচ হাজার টাকা করে প্রত্যেককে অর্থদণ্ড পূর্বক সতর্ক করেন।
তাছাড়াও শিমুলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) রাসেদুজ্জামান। এসময় সরকারি আদেশ অমান্য টাকা দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ জন আসামীকে মোট ৩১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কতিপয় অসহায় দরিদ্র লোকজনদের মাঝেও ত্রাণ সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়।