শিরোনাম

লৌহজংয়ে সরকারি ত্রাণ পেতে বিপাকে ইজিবাইক চালকরা

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: নভেল করোনা ভাইরাসে মাওয়া থেকে ঢাকা গামী বাস বন্ধ থাকায় আশানুরূপ যাত্রী পাচ্ছে না ইজিবাইক চালকেরা। তাছাড়া ইজিবাইক ভাড়ায় চালিত চালকেরা দৈনিক ৫০০ টাকা ভাড়া হওয়ায় এসময়ে মহা বিপাকে পড়েছে।

ইজিবাইক মালিককে ফেরত দিয়ে, বেকার হয়ে ভাড়া বাড়িতে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। অটো রিক্সা ও মিশুকচালককে ৩০০ টাকা মালিককে জমা দিতে হলেও তাদেরও অভাব অনটনের কারণে সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে। যারা সরকারি ত্রাণ সামগ্রী পায়নী, তাদের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম’র ফেসবুক আইডিতে নাম ঠিকানা সহ ০১৯১৮৭১৭৯২৯ নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।

সহকারী কর্মকর্তা জানান, অটো মালিক সমিতি কিংবা আটো শ্রমিক সমিতির সংগঠন না থাকায় ইজিবাইক ও অটো রিক্সা চালকদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া কষ্ট সাধ্য ব্যাপার বলে তিনি জানিয়েছেন। অপরদিকে ইজিবাইক চালক, অটো রিক্সা ও মিশুক চালকদের কোন সংগঠন না থাকায় সরকারি ত্রাণ সামগ্রী পেতে তারাও সমস্যায় পড়েছেন।

তবে সুযোগ রয়েছে, ইজিবাইক, অটো রিক্সা ও মিশুক চালকরা কষ্ট করে এসিল্যান্ড অফিসের নিকটে এসে সিএনজি চালক মিজানের সাথে যোগাযোগ করে নিজের নাম ঠিকানা ও ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে জমা দিয়ে সরকারি ত্রাণ পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন :