শিরোনাম

লৌহজংয়ে হতদরিদ্রদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে “এক টাকার মধ্যে আহার” খাইয়ে দেশে আলোচিত সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন শুধু শহরেই নয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামাঞ্চলেও । সম্প্রতি লৌহজং উপজেলার নতুনকান্দি গ্রামের বেপারী বাড়ি থেকে হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে উক্ত সংগঠনের কার্যক্রম শুরু হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও নতুনকান্দি বেপারী বাড়ির উদ্যোগে ৩০০ গরিব ও কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মাস্টার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা বিপ্লব মোড়ল, উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ নুরন্নবী প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ পরিচালনা করেন মো. নাহিদ বেপারী, তাজুল ইসলাম জনি, মনিরুল ইসলাম শুভসহ স্থানীয় বেশ ক’জন তরুণ।

নিউজটি শেয়ার করুন :