শিরোনাম

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী করোনায় আক্রান্ত

 

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নিরাপত্তা কর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আসা রিপোর্টে ৫ জনের নেগেটিভ এলেও নিরাপত্তা কর্মী আব্দুল কাদের মুন্সীর করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত বুধবার শিমুলিয়া – কাঠাল বাড়ি নৌরুটের বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট জনাব ইসরাফিলের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তার সংস্পর্শে থাকা বিআইডব্লিউটিসির সব কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। তবে লোকবলের সংকটে তা আর সম্ভব নাও হতে পারে। এদিকে গতকাল লৌহজং উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান সহ ৫ জন কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তারা স্বেচ্ছায় করোনা পরীক্ষা করতে আগ্রহী হয়ে নমুনা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আগামীকাল তাদের রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :