আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, মেডিকেল টেকন, নার্স সহ মোট ১১ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে, চিকিৎসা ব্যবস্থা এখন চরম হুমকির মুখে পড়েছে। তাৎক্ষণিক ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার থেকে উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, চলতি মে মাসের ৭ হতে গত ১২ তারিখ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন পরিসংখ্যানবিদ, করোনা নমুনা সংগ্রহকারী ১ জন মেডিকেল ট্যাকনোলজিস্ট, ১ জন অফিস সহকারী, ৪ জন নার্স, ১ জন বুয়া, ১ জন নার্সের স্বামী, ১ জন নাইট গার্ড ও উপস্বাস্থ্য কেন্দ্রের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।